২ বছরের সাজা এড়াতে আত্মগোপনে ৮ বছর, শেষ পর্যন্ত গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার একটি জিআর মামলায় মো. জুয়েলকে (৩৭) দুই বছর কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজা এড়াতে দীর্ঘ আট বছর আত্মগোপনে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইছানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল উপজেলার শিকলবাহা মাস্টার হাট এলাকার নুরুল ইসলাম হাজির বাড়ির শেখ আহম্মেদের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর জুয়েলকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাকে মারধরের মামলায় ছেলে কারাগারে
পরবর্তী নিবন্ধমুদি দোকান থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার, তিনজন গ্রেপ্তার