ওয়াশিংটন সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্র নির্মিত এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।
সৌদি আরবের জেদ্দা থেকে প্রকাশিত ইংরেজি সংবাদপত্র সৌদি গেজেট জানিয়েছে, দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে হাজির হওয়ার একদিন আগে সোমবার ট্রাম্প ঘোষণা দেন। এ দিন ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, আমরা এটি করবো। আমরা এফ–৩৫ বিক্রি করবো। তারা অনেক দিন ধরেই (আমাদের) মহা মিত্র। মঙ্গলবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুবরাজ মোহাম্মদের বৈঠক করার কথা রয়েছে। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুই দেশের বহু–দশকের সহযোগিতার সম্পর্ক আরও নিবিড় করা। রয়টার্সের ভাষ্য অনুযায়ী, এফ–৩৫ যুদ্ধবিমান নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হলে তা একটি উল্লেখযোগ্য নীতি পরিবর্তন সূচিত করবে যার ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নতুনভাবে বিন্যস্ত হতে পারে।
মার্কিন এই যুদ্ধবিমানগুলো পেলে সৌদি আরবের প্রতিরোধ ক্ষমতাও অনেক জোরদার হবে। বার্তা সংস্থাটি জানিয়েছে, রিয়াদ ৪৮টি এফ–৩৫ বিক্রির অনুরোধ জানিয়েছে, যা নিয়ে চুক্তি কয়েক শত কোটি ডলারে দাঁড়াবে। সমপ্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) সৌদি আরবের সঙ্গে এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি করার অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে সৌদি যুবরাজের সফরের আগেই এ চুক্তির পথে একটি বড় বাধা অপসারিত হয়। ট্রাম্পের ঘোষণার পর এফ–৩৫ যুদ্ধবিমানের নির্মাতা কোম্পানি লকহিড মার্টিনের শেয়ারের দর ১ দশমিক ১ শতাংশ বেড়ে গেছে।












