‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের ৫ম দিন গতকাল মঙ্গলবার মূল মিলনায়তনে ছিলো প্রতিভাসের নাটক ‘পাপ’। নাটকটির রচনায় সুমন টিংকু ও নির্দেশনায় কংকন দাশ। নাটকটিতে অভিনয়ে ছিলেন –পার্থ প্রতিম মহাজন, রাশেদুল ইসলাম, মৌসুমী চক্রবর্ত্তী মৌ, হৃদয় দেব, জেসমিন জুঁই, দিগন্ত দেব রায়, সাইদুর রহমান চৌধুরী, আহাদুল্লাহ রাব্বী, শারমিনুর আকতার এ টি এম সাইফুর রহমান, বীনা দাশগুপ্ত, পার্থ সরকার, পূর্ণতা চৌধুরী, তপতী দে ও হৃদয় দেব। সন্ধ্যে ৬টায় নাট্যকর্মী হৈমন্তী শুক্লা মল্লিকের সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করে অনুশীলন ও কালার্স একাডেমি। নৃত্য পরিচালনায় ছিলেন লিপি দত্ত মুমু ও মোহাম্মদ কামাল। আজ বুধবার সন্ধ্যে ৭টায় মূল মিলনায়তনে অ্যাঁভাগার্ড পরিবেশন করবে নাটক ‘ফায়ার’। সন্ধ্যে ৬ টায় মুক্তমঞ্চে মূকাভিনয় ‘ওয়ান ওয়ে’ পরিবেশন করবে প্যান্টোমাইম মুভমেন্ট ও নৃত্যনাট্য প্রকৃতির মায়াজাল পরিবেশন করবে নৃত্যভূমি। প্রেস বিজ্ঞপ্তি।












