আজ বুধবার ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে সিরিজ রুদ্র এর প্রথম পর্ব ‘রুদ্রপ্রীতি’। যেখানে ভালোবাসার কোমল আবেগের ভিতর লুকিয়ে আছে ভয়ানক রহস্য। এই গল্পের কেন্দ্রে রয়েছে রুদ্র, এক তরুন– যার জীবনে প্রতিটি মূহুর্তে ঘুরে বেড়ায় কোনো না কোনো মুখ। এই গল্পের প্রতিটি পর্বেই রয়েছে রোমাঞ্চ, সাসপেন্স আর নিষ্ঠুর কাহিনী যা আপনাকে বারবার টেনে রাখবে রুদ্রে’র সাথে। ‘রুদ্রপ্রীতি’ সিরিজটি একদিকে যেমন রোমান্টিক, তেমনি এর প্রতিটি দৃশ্যে রয়েছে ভালোবাসার অতিপ্রাকৃত ছোঁয়া। সত্যজিত মোশন পিকচারস নিবেদিত, অভিনব নন্দী প্রযোজিত এই গল্পটি চিত্রনাট্য করেছেন সঞ্জয় ধর ও সত্যজিত নন্দী। গল্প লেখনি ও পরিচালনায় ছিলেন সঞ্জয় ধর। এই সিরিজের প্রথম পর্বে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সত্যজিত নন্দী ও পারমিতা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন রক জার্মান ডায়েস। গল্পটি নির্মিত হয়েছে শহরের নিস্তব্ধ সকাল, নিস্তব্ধ স্মৃতি আর ভাঙা সম্পর্কের অনুভবকে কেন্দ্র করে। শুভমুক্তি উপলক্ষে নির্মাতা জানিয়েছেন–দর্শকরা এখানে দেখবেন ভালোবাসার অন্ধকার দিক, যেখানে অতীত সম্পূর্ণ কখনো মরে যায় না। সিরিজটি আজ রাত ৯ টা ১৫ মিনিটে ইউটিউব চ্যানেল সত্যজিত মোশন পিকচারস এ মুক্তি পেতে যাচ্ছে।












