পটিয়ায় ইসলামী ছাত্রসেনা আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আশিয়া ৮নং ওয়ার্ড ফুটবল একাদশ। গত রোববার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আশিয়া ইউনিয়ন আয়োজিত পটিয়া টার্ফ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আশিয়া ৮নং ওয়ার্ড ফুটবল একাদশ ৩–০ গোলে ৩নং ওয়ার্ড ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় বিজয়ী দলের পক্ষে গোল করেন মো. আক্তার ১টি ও মো. সাব্বির ২টি। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মো. সাব্বির ও ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত হয় মো. আক্তার। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলী হোসাইন। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন জামাল রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দীন, হারুনুর রশিদ, রিদওয়ানুল ইসলাম চৌধুরী, জাহেদুল হাসান আসিফ, পিয়ারু ও হোসাইন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাদ্দাম হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আজগর আলী শাকিল ও সঞ্চালনা করেন ওবায়দুল হক।












