সন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লিগের সেমিফাইনালে উঠেছে আবু তোরাব দ্যা ফাইটার্স। গতকাল সন্দ্বীপ রহমতপুর আর পি এল মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ২–০ গোলে বেলাল বেলাল মোহাম্মদ দ্যা ওয়ারিয়র্সকে পরাজিত করে। দলের পক্ষে ১টি করে গোল করেন মো. নাসিম ও রিজভী। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের নাসিম। ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করেন সন্দ্বীপ ফুটবল একাডেমির সিনিয়র ফুটবলার মোহাম্মদ জাহেদ, মো. কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মো. সাহাব উদ্দিন, আমিনুল ইসলাম রিয়াদ, সাহাদত হোসেন, মো. আসিফ, মো. মেহেরাজ হোসেন জিকু, গোলাম মাওলা, আরাফাত হোসেন অপি, রোহিত,আরাফাত।












