মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সসিলেন্সি মোহাম্মদ শুহাদা ওসমান গত ১৬ নভেম্বর সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করেন।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার সিএসইর বর্তমান ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত তুলে ধরেন। তিনি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কমোডিটি প্লাটফর্ম চালুকরণের লক্ষ্যে রাষ্ট্রদূতের মাধ্যমে মালয়েশিয়ার সহযোগিতার আশা ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ কমোডিটি ট্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বাংলাদেশ মালয়েশিয়া থেকে ক্রুড পাম অয়েল (অপরিশোধিত পাম তেল) আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম।
এছাড়া সিএসই কমোডিটি প্লাটফর্মে ভবিষ্যতে ক্রুড পাম অয়েলের (অপরিশোধিত পাম তেল) ফিউচারস চালু করার আশা রাখছে।
মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সসিলেন্সি মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশের কাপিট্যাল মার্কেট বিশেষ করে কমোডিটি মার্কেটের ডেভেলপমেন্টের জন্য সহযোগীতা প্রদান, দক্ষতা উন্নয়ন, তথ্যের আদান প্রদান, ব্যবসায়িক উন্নয়নে কাজ করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মালয়েশিয়া হাই কমিশন–এর ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান বিন হাসনল, সিএসইর পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, মেজর (অব) এমদাদুল ইসলাম, চিফ রেগুলেটরি অফিসার, মোহাম্মদ মেহেদি হাসান, জেনারেল ম্যানেজার, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, জেনারেল ম্যানেজার, মোহাম্মদ মনিরুল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












