ঘুম স্বপ্নে

দীপক বড়ুয়া | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

শাদা শাদা মেঘের ভেলায় চড়ে

ছুটছি একা দূরের তেপান্তরে

মাথার উপর নীল আকাশের শাল

কি মিষ্টি! নয়তো টক, নয় মোটেও ঝাল

মেঘের ঠোঁটে শীতল বৃষ্টি কণা

মেঘ ও ডেকে তুলছিল সেই ফণা

মেঘ ভেঙে বৃষ্টি ফোটায় ঝরে

সারা শরীর বৃষ্টি মাখা,মন যে কেমন করে

বৃষ্টি সাথে আমিও হাওয়ায় নাচি

দু’জন খেলি মজার কানামাছি

নরম কোমল মাটিতে যেই পড়ি অকস্মাৎ

চোখের জল আর কান্না দেখে মা ও বলে হঠাৎ

কি হল তোর! কাঁদছিস কেন বাবু

ঘুম স্বপ্নে বিভোর তখন, হয়তো ছিলেম কাবু

হয়না কথা কিছু

মা ছুটে যায় রান্না ঘরে, আমিও ছুটি পিছু!

পূর্ববর্তী নিবন্ধযদি ছাড়ো বক্রতা
পরবর্তী নিবন্ধনবান্ন উৎসবের ঋতু হেমন্ত