যদি ছাড়ো বক্রতা

আশফাকুর রহমান বিপ্লব | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

পাখী যেমন চিন্তা ছাড়া

ঘুমিয়ে পড়ে গাছে

মা বাবা তো ঘুমায় জেগে

সদাই থেকে কাছে।

ছোট্ট বেলা থমকে

যেতো এক্কেবারে যদি

চিন্তা ছাড়া ঘুমিয়ে যেতাম

যেমন বহে নদী।

মা বাবারাই আগলে রাখেন

বড় হয়ে ভাবি

অন্ধকারে আলো এবং

দুখের ঘরের চাবি।

মানব জীবন চক্রতা

বয়স কভু বাড়বে নাকো

যদি ছাড়ো বক্রতা।

পূর্ববর্তী নিবন্ধএই হেমন্তে
পরবর্তী নিবন্ধঘুম স্বপ্নে