চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সংসদ নির্বাচন অনিশ্চিত করার প্রজেক্ট প্রধান উপদেষ্টার ভাষণে ভেস্তে যাওয়ায় প্রজেক্ট উদ্যোক্তারা বিচলিত হয়ে পড়েছে। নির্বাচন বানচাল করার প্রজেক্ট বাস্তবায়িত না হওয়ায় তারা প্রধান উপদেষ্টাসহ সরকারের নিরপেক্ষতাকে কটাক্ষ করতেও দ্বিধা করছেনা। অথচ বিএনপি সর্বাপেক্ষা বড় ও জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও জুলাই সনদ আদেশে গণতন্ত্রে উত্তরণের বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে। বিএনপি জুলাই সনদ, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ ও তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে অংগীকারাবদ্ধ। বিএনপি অভিজ্ঞ ও জনগণের আস্থা অর্জনকারী একটি রাজনৈতিক দল। তিনি সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নগরীর নতুন রেল স্টেশনের সামনে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে আলকরন ওয়ার্ডে গনসংযোগ পরবর্তী পথসভায় এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর নতুন রেল স্টেশনের সামনে থেকে শুরু করে স্টেশন রোড়, পুরাতন রেল স্টেশন, ফলমন্ডি, বিআরটিসি এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। আলকরন ওয়ার্ড বিএনপির আহবায়ক আবদুল মন্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রামের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক হকার্স বিষয়ক সম্পাদক আবদুল বাতেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম মিয়া, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম খাঁন, বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












