গোপনে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের সাথে ইজারা চুক্তি দেশ ও জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার কমরেড আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে মোর্চার সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তীর সভাপতিত্ব বৈঠকে নেতৃবৃন্দ এই দাবি করেন।
বৈঠকে আরো বক্তব্য দেন, বাসদ সাধারণ সম্পাদক হারুনর রশীদ ভূঁইয়া, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মদ নাসু, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনজুরুল আলম মিঠু, অনলাইনে যুক্ত থেকে বক্তব্য দেন, বাসদ–এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, জনগণের সম্মতি ছাড়া বিদেশিদের সাথে কোনো চুক্তি করা যাবে না।
অবিলম্বে গোপন চুক্তি বাতিল ও প্রকাশ করতে হবে। একইসাথে জনগণকেও দেশের স্বার্থবিরোধী পদক্ষেপ রুখে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানাই। প্রেস বিজ্ঞপ্তি।












