খাগড়াছড়িতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহিদুল ইসলামকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত সোমবার বেলা ১১টার দিকে সরকারি মহিলা কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহিদুল ইসলাম সদর উপজেলার দাগকুপিয়া এলাকার বাসিন্দা।
সদর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, মহিদুল ইসলামের বিরুদ্ধে তার স্ত্রী একটি যৌতুক মামলা দায়ের করেন। মামলার পর চলতি বছরের ১৮ মে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পরে জামিনে মুক্তি পেয়ে পলাতক থাকেন তিনি। এ মামলায় গত ৪ নভেম্বর আদালত তাকে ৪৯ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের রায় দেন। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা হবে।












