৩৬ নং ওয়ার্ডে চসিকের সেবা কার্যক্রম তত্ত্বাবধান করল কর্মকর্তারা

| বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় ৩৬ নং গোসাইডাঙা ওয়ার্ডে মশা নিধন, পরিষ্কারপরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কার্যক্রম তত্ত্বাবধান করেছেন চসিক সচিব আশরাফুল আমিনের নেতৃত্বে একটি পরিদর্শন টিম। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরজুড়ে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনার অংশ হিসেবে ব্যস্ত এই ওয়ার্ডের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবারের ওই পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী কামরুল হাসান, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, তারিকুল ইসলাম তানভির, উপসহকারী প্রকৌশলী রতন সেন দাশ, জোন কর্মকর্তা জাহেদুল্লাহ রাশেদ, সুপারভাইজার জাফর সাদেক, পরিদর্শক (মশক নিয়ন্ত্রণ) মো. সাদমান রাফিদ, মো. মিজান উদ্দিন, মো. ফরহাদ এবং রাবেয়া আকতার সুমি।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, মেয়রের নির্দেশনা অনুসারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে নিয়মিত ফগিং, লার্ভিসাইড ছিটানো, নালানর্দমা পরিষ্কার এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি সড়ক ও নালা নির্মাণ এবং সংস্কার কাজ নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে কিনা তা সরেজমিনে তদারকি করা হয়েছে বলে জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ ও জেলেদের জীবন জীবিকা সুরক্ষার দাবি
পরবর্তী নিবন্ধকিডনি ডায়ালাইসিসের রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে গোলাপজল-কেওড়া জল