জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিলে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) নেতাদের বেছে বেছে হত্যা করা এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেপ্তার করাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর–ডান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক সাংবাদিক সম্মেলনে বেন গাভির বলেন, যদি তারা এই কূট রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে, জাতিসংঘ একে (ফিলিস্তিন রাষ্ট্র) স্বীকৃতি দেয়, তাহলে প্রধানমন্ত্রী, আপনার ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে, যারা সবদিক থেকেই সন্ত্রাসী। আর আপনাকে অবশ্যই আবু মাজেনকে (ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস) গ্রেপ্তারের নির্দেশ দিতে হবে। ‘মিডল ইস্ট আই’ পত্রিকা জানায়, গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদনের জন্য ভোট হওয়ার আগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির একথা বলেন। এই শান্তি পরিকল্পনার সর্বশেষ সংস্করণে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে, যা আগের খসড়া পরিকল্পনায় ছিল না। ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) বেন–গভিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য নিয়মিত উস্কানি। এতে এমন এক রাজনৈতিক মনোভাব প্রকাশ পেয়েছে যেখানে শান্তি প্রত্যাখ্যাত হয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। মন্ত্রণালয় থেকে এ ধরনের মন্তব্যের জন্য বেন–গভিরকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সমপ্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের নেতারা ভবিষ্যৎ কোনও ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন।












