মেঘের ভেলায় প্রজাপতি

সেলিম তালুকদার আকাশ | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

মেঘের ভাঁজে মেঘ জমেছে

সরষে ফুলের উপর

সাদা মেঘের খেলা চলে

তখন মধ্য দুপুর।

মেঘের ভেলায় প্রজাপ্রতি

লুকোচুরি খেলে

সবুজ পাখি হেসে বেড়ায়

রঙিন পাখা মেলে।

নাম না জানা হলদে পাখি

দেখছে এসব খেলা

মেঘপরিরা মেঘের দেশে

কাটিয়ে দেয় বেলা।

পূর্ববর্তী নিবন্ধবিতর্কের দুনিয়ায় স্বাগতম
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিফলিত হোক এভাবে