আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আজ বুধবার মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। তার শততম টেস্ট স্মরণীয় করে রাখতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিতে চায় টাইগাররা। প্রথম টেস্টে ইনিংস এবং ৪৭ রানে জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ড্র বা জয়–সিরিজ জয়ের স্বাদ দেবে বাংলাদেশকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আইরিশদের সাথে দুই টেস্ট খেলে, শতভাগ জয় পেয়েছে টাইগাররা। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টের একাদশ অব্যাহত রেখেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামতে চাইবে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজ হার এড়াতে শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া সফরকারী আয়ারল্যান্ড। প্রথম টেস্টের একাদশে পরিবর্তন আনতে পারে তারা।
তবে এই টেস্টে পুরো আলোটা থাকবে মুশফিকের দিকে। ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শততম টেস্ট খেলতে নামবেন তিনি। এটা শুধু তার জন্য নয়, বাংলাদেশের জন্যও বিশেষ কিছু। তাই স্বাভাবিকভাবেই মুশফিকের অনন্য মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবে বাংলাদেশ। দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, ‘আমাদের তার পেশাদারিত্ব, তার দীর্ঘমেয়াদি পথচলা এবং বাংলাদেশের হয়ে খেলার প্রতি অকৃত্রিম আকাঙ্ক্ষা–এসবকে স্বীকার করতেই হবে। কারণ বাংলাদেশ বছরে ১৫টি টেস্ট ম্যাচ খেলে না, সেখানে তার শততম টেস্ট ম্যাচ খেলা দুর্দান্ত। এই মাইলফলকে পৌঁছাতে তার অনেক সময় লেগেছে, এটা আমাদের উপলব্ধি করা উচিত।’ তিনি আরও বলেন, ‘মুশফিকের সাথে স্বল্প সময়ে কাজ করার যে অভিজ্ঞতা, তাতে বলতে পারি তার পেশাদারিত্ব উঁচুমানের এবং কাল (আজ) যখন শততম টেস্টের উপলক্ষটি আসবে, আমি অত্যন্ত খুশি হব।’
বিসিবির যত আয়োজন
শততম টেস্টে মুশফিককে সম্মান জানানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্টের আগের দিন পরিকল্পনার বিস্তারিত জানিয়েছে বিসিবি। টসের পর ও খেলা শুরুর আগে আনুষ্ঠানিকতার এই পর্বগুলো হবে। সকাল ৯টা ১৬ মিনিটে বাংলাদেশ দল মাঠে প্রবেশ করে সমবেতভাবে লাইনে দাঁড়াবে। ৯টা ১৭ মিনিটে বিশেষ টেস্ট ক্যাপ উপস্থাপন করবেন হাবিবুল বাশার, যিনি ২০ বছর আগে লর্ডসে মুশফিককে প্রথম টেস্ট ক্যাপ দিয়েছিলেন। ৯টা ১৯ মিনিটে মুশফিকের হাতে বাঙে সাজানো বিশেষ একটি ক্যাপ তুলে দেবেন আকরাম খান, যিনি বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার। অভিষেক টেস্ট খেলা ১১ জনের মধ্যে বর্ণানুক্রমে সবার আগে থাকায় দেশের এক নম্বর টেস্ট ক্রিকেটার তিনিই।
এরপরই মুশফিককে বিশেষ স্মারক উপহার দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। সতীর্থদের স্বাক্ষরিত ফ্রেমবন্দি একটি জার্সি মুশফিকের হাতে তুলে দেবেন তার প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার এবং শততম টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৯টা ২২ মিনিটে বক্তব্য রাখবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এরপর নিজের অনুভূতি জানাবেন মুশফিক। এরপর দলীয় ছবি তোলার পর্ব দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। মুশফিকের এই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকবেন তার বাবা–মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। গ্যালারিতে থাকার কথা তার ভক্ত–সমর্থক গ্রুপের একটি অংশেরও।











