সিএন্ডএফ এজেন্ট শাহজাহানের স্ত্রী ফারজানা আক্তারের বিরুদ্ধে দুদকের মামলা

| বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মেসার্স এস এস ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট মোহাম্মদ শাহজাহানের স্ত্রী ফারজানা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

এর আগে ২০২৪ সালের ১৯ আগস্ট সিএন্ডএফ এজেন্ট শাহজাহানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ২ কোটি ৮৩ হাজার ৭৩৪ টাকা অতিরিক্ত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। খবর বাসসের।

গতকাল দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬() ও ২৭() ধারায় মামলাটি দায়ের করেন।

দুদক জানায়, ফারজানা আক্তার গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে দাখিল করা সম্পদ বিবরণীতে ১০ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ৭০৩ টাকা মূল্যের সম্পদ প্রদর্শন করেন। তবে তদন্তে তার নামে ১০ কোটি ৭৯ লাখ ৬০ হাজার ৫১ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ তিনি ৫১ লাখ ৯৩ হাজার ৩৪৮ টাকার সম্পদ গোপন করেছেন।

দুদক আরও জানায়, যাচাইবাছাইয়ে ফারজানা আক্তারের নামে দায়দেনা বাদে প্রকৃত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ টাকা ৯৫ পয়সা। পারিবারিক ব্যয় পাওয়া যায় ৩ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৬৪৩ টাকা। মোট হিসাব অনুযায়ী তার সম্পদ ও ব্যয়ের পরিমাণ হয় ১৩ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৬৭ টাকা ৯৫ পয়সা।

অপরদিকে, তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মোট ১১ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ২০০ টাকা। ফলে তার আয়সম্পদ বিবরণীতে ২ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৮৬৮ টাকা ঘাটতি পাওয়া যায়, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মধ্যে পড়ে বলে দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদক জানায়, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান, সম্পদ গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে ফারজানা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে এক সপ্তাহে পাঁচ লাশ উদ্ধার, পরিচয় মিলেছে একটির
পরবর্তী নিবন্ধউখিয়ায় বৈদ্যুতিক শক দিয়ে বন্যহাতি হত্যার অভিযোগ