নগরের বন্দরটিলায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯টায় আগুন লাগার খবর পায়। এরপর বন্দর পায়ার স্টেশনের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৯টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। ক্ষয়ক্ষতি তদন্ত স্বাপেক্ষ জানা যাবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কাভার্ডভ্যানে মোটরসাইকেল লোড করার সময় একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগলে আগুন ধরে যায়।











