মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর তাঁর পক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দেওয়ায় মো. মাহবুবুল আলম চৌধুরী (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহবুবুল আলম বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বছু মুন্সির বাড়ির মৃত দিদারুল আলম চৌধুরীর ছেলে। একই রাতে শিকলবাহার কালারপোল এলাকায় অভিযান চালিয়ে নেছার আহাম্মদ (৩৬) নামে আওয়ামী লীগের আরেক নেতাকেও গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, মাহবুবুল আলমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার নেছার আহাম্মদকেও আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের আগে মাহবুবুল ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রচার করেন, যেখানে তিনি উসকানিমূলক বক্তব্য দেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।












