চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন সদ্য নিয়োগ পাওয়া জাহিদুল ইসলাম মিঞা। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন কার্যালয়ে এসে পৌঁছালে জেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারীরা তাকে অভ্যর্থনা জানান। এর আগে গত ১৩ নভেম্বর ফেনীর জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাহিদুল ইসলাম মিঞা রাজবাড়ী জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, দায়িত্বভার গ্রহণের সময় নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা একটি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় চট্টগ্রামের সকল শ্রেণী–পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইন–শৃঙ্খলা রক্ষায় সকলের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করেছেন।
প্রসঙ্গত, ১৩ নভেম্বর জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি তখনকার জেলা প্রশাসক সাইফুল ইসলামকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে বদলি সংক্রান্ত পৃথক একটি প্রজ্ঞাপন জারি করা হয়।












