ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার সারাদেশে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩৪ জন। চূড়ান্ত ভোটার তালিকায় চট্টগ্রামের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ১৬ হাজার ৭১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৩৬ হাজার ৬৮৫জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৭৯ হাজার ৯৫৮ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৭০ জন। চূড়ান্ত ভোটার তালিকায় এবার চট্টগ্রামে নতুন ভোটার যুক্ত হয়েছে ৩ লক্ষ ৪ হাজার ৫১জন। গতকাল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, এবার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদের সময় চট্টগ্রাম মহানগরী ও জেলায় ৯৩৮৩৭ জন মৃত ভোটার কর্তন করা হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় নিজেদের ভোটার স্থানান্তর করা হয়েছে ২৪৭৯৯ জন ভোটার। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ গত ২ নভেম্বর স্বাক্ষরিত চট্টগ্রাম জেলার সর্বশেষ ভোটার তালিকায় দেখা যায় চট্টগ্রাম জেলার (১৬ সংসদীয় এলাকার) মোট ভোটার সংখ্যা ৬৬১৬৭১৩জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটাকেন্দ্রের সংখ্যা ১৯৬৫টি। চূড়ান্ত ভোটকক্ষের সংখ্যা ১২৩৯৮টি।
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন অনুযায়ী মোট সংখ্যা: চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে মোট ভোটার সংখ্যা ৩৮২১২১জন। চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে মোট ভোটার সংখ্যা ৪৮৩৩৯০ জন। চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে মোট ভোটার সংখ্যা ২৫৭৪৮৫জন। চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে মোট ভোটার সংখ্যা ৪৪৮৫৩৫জন। চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে মোট ভোটার সংখ্যা ৪৯১৮৭৩ জন। চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে মোট ভোটার সংখ্যা ৩৩৫৩৯৩জন। চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩১৫২২১জন। চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে মোট ভোটার সংখ্যা ৫৫০০৫৭জন। চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসনে মোট ভোটার সংখ্যা ৪১৫৬৫০ জন। চট্টগ্রাম–১০ (ডবলমুরিং–পাহাড়তলী–হালিশহর–খুলশী) আসনে মোট ভোটার সংখ্যা ৪৯৬৪৩১ জন। চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে মোট ভোটার সংখ্যা ৪৯৬৩৬১ জন। চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩৪৯০৩২ জন। চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে মোট ভোটার সংখ্যা ৩৮৯১৮৮ জন। চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে মোট ভোটার সংখ্যা ৩০৮৪২৪ জন। চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া– সাতকানিয়া আংশিক) আসনে মোট ভোটার সংখ্যা ৪৯৮৫৭৫ জন। চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে মোট ভোটার সংখ্যা ৩৯৮৯৭৭জন।












