উখিয়ায় বন্যহাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ৫:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় একটি বন্যহাতির মৃত্যুর হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার পশ্চিম খয়রাতি রহমানিয়া পাড়া বিলের ভেতর এই হাতির মরদেহ দেখতে পায়।

পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনিসহ বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, হাতি-মানুষ দ্বন্দ্ব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পাহাড়ি অঞ্চল ও লোকালয়ের সীমান্তবর্তী এলাকায় হাতির চলাচল বাড়ায় ফসল নষ্ট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক কৃষক ঝুঁকিপূর্ণ পদ্ধতির আশ্রয় নিচ্ছেন।

স্থানীয় পল্লী চিকিৎসক মো. ইউনুচ জানান, ধান, কলাগাছসহ বিভিন্ন ফসল রক্ষার্থে অনেকেই কারেন্টের সংযোগ দিয়ে চারদিকে জাল পেতে রাখে। এসব জালের শটেই হাতির মৃত্যু ঘটছে।

এ বিষয়ে দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন, হাতি লোকালয়ে এসে ফসল নষ্ট করায় কিছু কৃষক ফসলি জমির চারপাশে কারেন্ট সংযুক্ত জাল দিয়ে ঘিরে রাখছে। এই জালের সটেই মূলত হাতির মৃত্যু ঘটছে।

বন বিভাগ মৃত হাতির ময়নাতদন্ত, সুরক্ষা ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। পাশাপাশি স্থানীয়দের নিরাপদ ও বিকল্প পদ্ধতি গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধখাসোগি হত্যার পর সৌদি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর, নিবিড় সহযোগিতাই লক্ষ্য
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল