সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে মদিনার কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। খবর বিডিনিউজের।
এদের অধিকাংশই ভারতের নাগরিক বলে সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মদিনার নিকটবর্তী মুফরিহাত এলাকায় ওই পুণ্যার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাংকারের সংঘর্ষ হয়। বাসটি তখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিল। দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, বাসটির যাত্রীদের অধিকাংশই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের বাসিন্দা। তারা ওমরাহ পালন শেষে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন। গাল্ফ নিউজের খবর অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন, ফলে বাঁচার চেষ্টা করার কোনো সুযোগই পাননি তারা। ডিজেল ট্যাংকারটির সঙ্গে সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী ও ১০ শিশু রয়েছে বলে জানিয়েছে গাল্ফ নিউজ। তবে কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেনি, তারা হতাহতের সংখ্যা যাচাই করে দেখছে। জরুরি পরিষেবার উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এতে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, মোহাম্মদ আব্দুল শোয়াইব নামের এক যাত্রী বেঁচে আছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সর্বশেষ অবস্থা জানা যায়নি।











