আজ প্রতিভাসের পাপ

গ্রুপ থিয়েটার উৎসবে বদলি মঞ্চস্থ

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৫১ পূর্বাহ্ণ

মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের ৪র্থ দিন গতকাল সোমবার মূল মিলনায়তনে ছিলো অঙ্গন থিয়েটার ইউনিটের নাটক ‘বদলি’। অনিল সাহা রচিত নাটকটি রূপান্তর, সংযোজন ও নির্দেশনা দিয়েছেন সনজীব বড়ুয়া। দুর্নীতির আখড়া হয়ে ওঠা সমাজ ও প্রশাসনের যাঁতাকলে পিষ্ট ব্যক্তিমানুষের প্রতিবাদী হতে দেখা যায় নাটকটিতে। গড্ডলিকা প্রবাহে গা ভাসানো কাছেপাশের মানুষের কাছে তারা করুণা ও পরিহাসের পাত্র হলেও এতেই চিরন্তন বিবেকের আর্তনাদই ধ্বনিত হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী, সনজীব বড়ুয়া, শারদ মাযহার, সূপক দাশ মানু, রঘু নন্দী, সপ্রতিভ দাশ পিনন, কেয়া চক্রবর্ত্তী, উদয় চৌধুরী, সত্যানন্দ বড়ুয়া, শিবা মণ্ডল, দীপংকর বড়ুয়া ও মাহবুর রহমান। সন্ধ্যে ৬টায় নাট্যকর্মী প্রবীর পালের সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করে সঞ্চারী নৃত্যকলা একাডেমি ও নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি। নৃত্য পরিচালনায় ছিলেন স্বপন বড়ুয়া ও অমিত চক্রবর্ত্তী। আজ মঙ্গলবার সন্ধ্যে ৭টায় মূল মিলনায়তনে প্রতিভাস পরিবেশন করবে নাটক ‘পাপ’। সন্ধ্যে ৬ টায় মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করবে অনুশীলন ও কালার্স একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার সিনেমায় রিচি সোলায়মান নায়ক কে?
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.০৬ কোটি টাকা