চট্টগ্রামে লেভেল-এ ক্রিকেট কোচিং কোর্সের সমাপনী

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগ আয়োজিত চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘লেভেল এ’ কোচিং কোর্স গতকাল সমাপ্ত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে পেশাদার কোচ তৈরি ও তাদের দক্ষতা বৃদ্ধির করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে লেভেলএ ক্রিকেট কোচিং কোর্স চালুর এই কার্যক্রম। দেশের ক্রিকেটের মান বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম বিভাগে জাতীয় কোচ শিক্ষা কর্মসূচির দ্বিতীয় ধাপে একাডেমি কোচদের জন্য এ কোর্সের উদ্যোগ নেয়া হয়। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ভবনে গতকাল ১৭ নভেম্বর বিকেলে এ কোর্সের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোর্সের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী,সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এবং কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর। তারা অংশগ্রহনকারীদের হাতে সনদপত্র তুলে দেন। উপস্থিত ছিলেন বিসিবি’র সিনিয়র প্রশিক্ষক ওয়াহিদুল গনি, গোলাম ফারুক চৌধুরী সুরু এবং কোচ ইমদাদ ইমদু। প্রশিক্ষকবৃন্দ আধুনিক কোচিং পদ্ধতি, টেকনিক ও খেলোয়াড় ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারী কোচদের প্রশিক্ষণ প্রদান করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আঞ্চলিক উদ্যোগ দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ ক্রিকেট প্রতিভা অন্বেষণ ও গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তৃণমূল পর্যায়ের ক্রিকেট এতে করে উপকৃত হবে। তিন দিনব্যাপী এই কোচিং কোর্সে অংশ নেন চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে আসা ৩০জন কোচ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বাস্কেটবলে নৌবাহিনী চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধজয়ের সুযোগটা নিতে চায় বাংলাদেশ