৩০তম বাংলাদেশ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ নিয়ে দলটি টানা অষ্টমবার ও মোট ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে। সাগরিকার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামস্থ বাস্কেটবল কোর্টে গতকাল সোমবার অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নৌ বাহিনী ৮৩–৬০ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে। জাতীয় দলের আট খেলোয়াড় নিয়ে গঠন করা নৌবাহিনী দল খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ছয়টি দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলায় গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল ফাইনালে অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের খেলাতেও বিমান বাহিনীকে হারিয়েছিল নৌবাহিনী। রানার্স আপ ট্রফি লাভ করে বাংলাদেশ বিমান বাহিনী। তৃতীয় স্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড় মিথুন কুমার বিশ্বাস। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৫টায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও মহিলা) এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ কমিশনার, সিএমপি হাসিব আজিজ। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি (ভারপ্রাপ্ত) আসিফ আজিজ এবং সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.)। জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম ও সদস্য সচিব, সিজেকেএস জনাব আবদুল বারীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফয়সাল আজিম। সিজেকেএস বাস্কেটবল উপ–কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, সিজেকেএস বাস্কেটবল উপ–কমিটির ভাইস চেয়ারম্যান কুইন্টেন রিবেরো, যুগ্ম সম্পাদক রবিউল হাসান বাবলু, সদস্য ইমরুল কায়েস, রুমেল রাশা, নুরুল হুদা, সিজেকেএস সহ প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ। গত অক্টোবরে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। যশোরে শুরু হওয়া এ জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয় চট্টগ্রামে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, ড্যাফোডিল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও স্বাগতিক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।












