দিলরুবা খানমের এটিএন বাংলা অপরাজিতা অ্যাওয়ার্ড লাভ

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত অনুষ্ঠান ঘোষক, বিটিভির তালিকাভুক্ত উপস্থাপক, খ্যাতিমান আবৃত্তিশিল্পী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলরুবা খানম এবার লাভ করেছেন এটিএন বাংলা অপরাজিতা সম্মাননা। সারাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২৫ জন নারী নির্বাচিত হন এই সম্মাননার জন্য। বিচারক প্যানেলে ছিলেন সাবেক সচিব মারগুব মোরশেদ, চিত্রনায়িকা রোজিনা, ঢাবি শিক্ষক রেবেকা সুলতানা, উইম্যান অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, হাল ছেড়ো না বন্ধুর সভাপতি চান্দা মাহজাবিন, এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ, চিত্রনায়ক শাকিল খান, প্রফেসর নাজমা বেগম নাজু, টুরিস্ট পুলিশের এসপি নাদিয়া ফারজানা। সম্মাননাপ্রাপ্ত অন্য নারীরা হলেন, জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি, অভিনেত্রী কুসুম শিকদারসহ বিচারক প্যানেলের নারীরা।

উল্লেখ্য, দিলরুবা খানম সফল ও গুণী উপস্থাপক।

দীর্ঘ আড়াই যুগ ধরে তিনি পেশাদার উপস্থাপক হিসাবে সুপরিচিত। বেতার, টিভি, মঞ্চ, অনলাইন, কোয়ান্টাম ফাউন্ডেশন পাঁচটি ভিন্ন মাধ্যমেই একজন দক্ষ ও সফল উপস্থাপক। দেশেবিদেশে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান থেকে পেয়েছেন পঁয়ষট্টিটি সম্মাননা।

তিনি বাংলা প্রচলন আন্দোলন, চট্টগ্রামের ফুসফুস খ্যাত ঐতিহাসিক সিআরবি রক্ষা আন্দোলন, কর্ণফুলী রক্ষা আন্দোলনের যোদ্ধা। দিলরুবা খানম শব্দনোঙর উচ্চারণ স্কুলের পরিচালক, প্রতিনিধি নাট্য সমপ্রদায়ের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান চট্টগ্রাম বিভাগের প্রথম নির্বাচিত নারী প্রতিনিধি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় পূজার ফুল তুলতে যাচ্ছিলেন বৃদ্ধা, বাইকের ধাক্কায় মৃত্যু
পরবর্তী নিবন্ধনিরাপদ সড়ক দিবস উপলক্ষে দক্ষিণ সড়ক বিভাগের হেলমেট বিতরণ