সাতকানিয়ায় পূজার ফুল তুলতে যাচ্ছিলেন বৃদ্ধা, বাইকের ধাক্কায় মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নমীতা বৈদ্য (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে কেরানীহাটবান্দরবান সড়কের বাজালিয়া বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নমীতা বৈদ্য ওই এলাকার অনিল চন্দ্র বৈদ্যের স্ত্রী।

নিহতের পুত্র পলাশ বৈদ্য বলেন, আমার মা সকালে পূজার জন্য ফুল তুলতে যাচ্ছিলেন। এ সময় ৬টি মোটরসাইকেলের একটি বহর বান্দরবানের দিকে যাচ্ছিল। ওই বহরের একটি মোটরসাইকেল আমার মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আমার মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সাতকানিয়া থানার এসআই উৎপল চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা লাশের সৎকার সম্পন্ন করে ফেলে। এ বিষয়ে নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি।

পূর্ববর্তী নিবন্ধআর কোনো ফ্যাসিবাদের ঠাঁই বাংলাদেশে হবে না
পরবর্তী নিবন্ধদিলরুবা খানমের এটিএন বাংলা অপরাজিতা অ্যাওয়ার্ড লাভ