সীতাকুণ্ডের কুমিরা ও বাড়বকুণ্ডে পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই গুদামসহ আরো একটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে পৃথক এ ঘটনা ঘটে।
বাড়বকুণ্ড মুছা কলোনির পুরাতন বস্তা ব্যবসায়ী দিদারুল আলম বলেন, কলোনির নুরনবী ২টি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বস্তার ব্যবসা করে আসছেন। পুরাতন প্লাস্টিক ও চটের বস্তা বিভিন্ন পোল্টি কারখানা থেকে এসব সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। এ ব্যবসা করতে গিয়ে কোনো দিন কারো সাথে দ্বন্ধ হয়নি। রোববার মধ্যরাতে কে বা কারা দুটি গুদামে আগুন লাগিয়ে দিয়েছে। এতে গুদামের মালামাল সবকিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরনবী বলেন, বাড়ির মালিক ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মালামালগুলো প্লাস্টিক হওয়ায় ফায়ার সার্ভিস আসার আগেই তা পুড়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। গুদামে কোনো বিদ্যুৎ লাইনও নেই। কোনো দুষ্কৃতকারী চক্র আমার বড় ধরনের আর্থিক ক্ষতি করে ফেলেছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস জানায়, বাড়বকুণ্ড মুছা কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্লাস্টিকের বস্তার গুদামে কোনো বিদ্যুৎ লাইন ছিল না। ধারণা করা হচ্ছে, কেউ শত্রুতা মূলক এ ঘটনা ঘটিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।
অপরদিকে কুমিরা বাজারে এদিন রাতে নাজিম স্টোর নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। কুমিরা ফায়ার স্টেশনের অফিসার আহসান আলী জানায়, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন অন্যদিকে ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা হয়। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা সময় মতো ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলো কুমিরা বাজার।












