বিদেশি পিস্তলসহ নাশকতার পরিকল্পনাকারী দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএমপির ডিবি (পশ্চিম) বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে। গতকাল সোমবার হালিশহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি (পশ্চিম) সূত্র জানায়, নাশকতা সৃষ্টির মূল পরিকল্পনাকারী চারটি অস্ত্রসহ ৬টি মামলার আসামি পাহাড়তলীর সাগরিকা রোড এলাকার জেবল হোসেন মিস্ত্রী বাড়ির জানে আলমের পুত্র মোহাম্মদ মোরশেদ (৩৫) এবং ডবলমুরিং থানাধীন হাজি পাড়ার নজু মিয়ার বাড়ির আহমদ শরীফের পুত্র মোহাম্মদ ছগির প্রকাশ গুরু ছাগিরকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ২ রাউন্ড গুলিসহ হালিশহর থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।












