খাগড়াছড়িতে ফার্মেসির ভেতর কর্মচারীর ঝুলন্ত লাশ

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলা শহরে একটি ফার্মেসি থেকে সুমিত চাকমা (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল গেইট এলাকায় অবস্থিত হীরক মেডিকেল সেন্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমিত চাকমা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইছছড়ি দাকোপ এলাকার পূণ্যবসু চাকমার ছেলে।

হীরক মেডিকেল সেন্টারের মালিক রুবেল চাকমা জানান, সকাল ৯টার দিকে দোকানে এসে দেখি দরজা বন্ধ। বাইরে থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে পার্শ্ববর্তী দোকানিদের পরামর্শে আমি থানায় গিয়ে বিষয়টি জানাই। দোকানের পেছনে সুমিতের থাকার জন্য একটি ছোট কক্ষ তৈরি করা হয়েছিল। আগের রাতেও সে স্বাভাবিক ও হাসিখুশি ছিল। খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, মালিকের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমিতের লাশ উদ্ধার করে। তবে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করাতে রাজি নন। মামলার বিষয়ে পরিবারের সঙ্গে কথা হলেও এখন পর্যন্ত কেউ কোনো মামলা করেননি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধহাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রকাশ