আনোয়ারায় মাদরাসা ছাত্র নিখোঁজ থানায় জিডি

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:২৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় মো. আইনুল ইসমাম (১৩) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজের খবর পাওয়া গেছে। গতকাল সকাল ৭ টায় মালঘর আহমদিয়া ছাবেরিয়া তৈয়বিয়া সুন্নীয়া দাখিল মাদরাসা ও এতিমখানা নামের প্রতিষ্ঠান থেকে এ নিখোঁজের ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল নিখোঁজ শিক্ষার্থীর পিতা মো. রফিক আনোয়ারা থানায় একটি জিডি করেন।

জানা গেছে, নিখোঁজ আইনুল দাওরা বিভাগের শিক্ষার্থী এবং উপজেলার চাতরি ইউনিয়নের পশ্চিম কন্যারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকের পুত্র। তবে নিখোঁজের প্রকৃত কারণ জানা যায়নি। জিডিতে উল্লেখ করা হয়, নিখোঁজ শিক্ষার্থী আইনুল ইসমাম মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করেন। গতকাল সকাল ৭ টায় নাস্তা করে মাদরাসা থেকে বের হয়ে তাকে আর পাওয়া যায়নি। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার সন্ধ্যান না পেয়ে থানায় জিডি করেন।

নিখোঁজ শিক্ষার্থীর চাচা মো. ফরিদ জানায়, তার ভাতিজা নিখোঁজের পর থেকে আনোয়ারাসহ চট্টগ্রাম ও বিভিন্ন উপজেলায় সম্ভাব্য আত্মীয়স্বজনসহ বিভিন্ন মাদ্রাসায় খোঁজাখুঁজি করে এখনো পাইনি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন জানান, মাদরাসা শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জিডি করা হয় এবং নিখোঁজের সন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপিলখানা মহল্লা কমিটির সেক্রেটারি আলম সওদাগরের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াতের শোক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার