লোহাগাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিস্ফোরক মামলা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় তৌহিদুল হাসান (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তৌহিদুল হাসান উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাইতুন নুর পাড়ার আমির হামজার পুত্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল হাসান এজাহারভুক্ত আসামি। এছাড়া তার নামে থানায় ৫টি মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, সোমবার (গতকাল) গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আমনের বাম্পার ফলন, ছাড়াবে লক্ষ্যমাত্রা