আজ ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের ডিগ্রি পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা। চট্টগ্রাম মহানগরীর পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে একটি গণবিজ্ঞপ্তি প্রদান করেছেন।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর চারপাশে ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত সময়ে অস্ত্রশস্ত্রসহ বেশ কিছু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে মাইকিং, উচ্চ শব্দ সৃষ্টি, মোটরযানের হর্ন, লাউডস্পিকার ব্যবহার, গণসমাবেশ, রাজনৈতিক মিছিল–মিটিং, অবাঞ্ছিত ভিড়, অস্ত্র বহন, বিস্ফোরক সামগ্রী, ড্রোন বা অন্য যেকোনো উড্ডয়নযান ব্যবহার, আতশবাজি, পটকা ফুটানো, কাগজ বিলি–বিতরণ, লিফলেট ছড়ানোসহ সম্ভাব্য সব ধরনের বিঘ্ন সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা ১৮ নভেম্বর থেকে পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষার দিনের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
চট্টগ্রাম মহানগরীতে চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, সরকারি কমার্স কলেজ, আগ্রাবাদ, ওমরগণি এমইএস কলেজ, ইসলামিয়া কলেজ, দারোগার হাট রোড এবং এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।












