মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া প্রাণদণ্ডের রায়ে কষ্ট পাচ্ছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন। রায়ের পর সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন, আমি কষ্ট পাচ্ছি। আমার এই জন্যই কষ্ট, এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে। সর্বোচ্চ সাজা হয়েছে। আমাকে কষ্ট দিবে না? এটিই স্বাভাবিক। আমি কষ্ট পাচ্ছি। এটাই আমার বক্তব্য। খবর বিডিনিউজের। রায় মেনে নিয়ে আমির হোসেন বলেন, রায়টা আমার পক্ষে হয়নি, বিপক্ষে গেছে। এজন্য আমি ক্ষুদ্ধ। কষ্ট লালন করতেছি। আসামিদের ফাঁসির রায়ে আমি কষ্ট পেয়েছি।
এ রায়ের বিপক্ষে আপিলে যাওয়ার সুযোগ নাই তুলে ধরে তিনি বলেন, আমার পক্ষে এই মামলায় কোনো আপিলের সুযোগ নাই, যতক্ষণ পর্যন্ত না আমার মক্কেলরা এসে মাননীয় ট্রাইব্যুনালের কাছে আত্মসমর্পণ করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো আপিলের ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আপনি তো দেখেছেন, আপনারা তো দেখেছেন যে, আমাকে রায়ের কপিও মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে। এই যে দিবে না, সেটাও আইনে আছে।












