চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চট্টগ্রাম জেলার প্রতিনিধি দলের সাথে চট্টগ্রাম বিভাগের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিওয়াইসিএফ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সভাপতি মোঃ আশিকুর রহমান প্রবাল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিলানী অপূর্ব এবং রিয়াদুল ইসলাম তানিম।
মতবিনিময়কালে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি দেশের বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতিতে বিওয়াইসিএফ-এর সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের অগ্রগতি, সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
সভা শেষে বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার পক্ষ থেকে ডেপুটি সিভিল সার্জন একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।












