১৮ বছর হলেই জার্মানিতে বাধ্যতামূলক সামরিক নিবন্ধন

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

ইউরোপে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় জার্মানি সামরিক খাতে বড় পরিবর্তনের পথে এগোচ্ছে। দীর্ঘ আলোচনা, মতবিরোধ ও রাজনৈতিক চাপের পর দেশটির শাসক জোট বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের জন্য নিবন্ধন চালুর বিষয়ে নতুন একটি সমঝোতায় পৌঁছেছে। খবর বাংলানিউজের। এ নিবন্ধন ব্যবস্থা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। জার্মানির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন ( সিডিইউ) ও সোশাল ডেমোক্রেটিক পার্টি ( এসপিডি) জোট দীর্ঘ আলোচনার পর দেশটির সশস্ত্র বাহিনীর ৭৫তম বার্ষিকীতে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সামরিক প্রশিক্ষণ আর বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান এক নয়। এর মাধ্যমে একটি জাতীয় সামরিক রেজিস্ট্রি তৈরি করা হবে, যাতে ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে সেখান থেকে দ্রুত সেনা সংগ্রহ করা যায়।

১৮ বছর হলেই নিবন্ধন : জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত নীতিমালা অনুযায়ী, ১৮ বছর পূর্ণ করা সব পুরুষের জন্য সামরিক নিবন্ধন বাধ্যতামূলক থাকবে। তবে নারীরা চাইলে স্বেচ্ছাসেবী বা ঐচ্ছিকভাবে নিবন্ধন করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৭৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে