‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’–শিরোনামে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব’২৫ এর ৩য় দিন গত ১৫ নভেম্বর মূল মিলনায়তনে ছিলো লোক থিয়েটারের নাটক ‘একটি অবাস্তব গল্প’ বিমল বন্দ্যোপাধ্যায় রচিত ও মনসুর মাসুদ নির্দেশিত নাটকটিতে দেখা যায় পুঁজিবাদী সমাজের শোষণ প্রক্রিয়ার যাঁতাকলে পিষ্ট এক নগণ্য মানুষের বিপন্ন জীবন।
বিশ্বের কোটি কোটি শোষিত বঞ্চিত মানুষ একই ব্যবস্থায় কীভাবে শোষিত,বঞ্চিত এবং সবশেষে নিঃশেষিত হচ্ছে তারই জীবন্ত ক্যানভাস ‘একটি অবাস্তব গল্প’।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডাঃ বুশরা আল মোবাশ্বেরা, পাভেল চৌধুরী, রেহানা বেগম হেলেন, কে এম সাইফুল ইসলাম, বিকিরণ বড়ুয়া, বাপ্পি হায়দার, সৈকত দাস, অভি কুমার দাস, ডাঃ দিপ্ত বিশ্বাস ও মনসুর মাসুদ।
নাট্যকর্মী আয়েশা সুমির সঞ্চালনায় সন্ধ্যা ৬ টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্য নিকেতন, নৃত্য পরিচালনায় ছিলেন রিয়া দাশ চায়না ও একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী কংকন দাশ, প্রবীর পাল ও হৈমন্তী শুক্লা মল্লিক। আজ মূল মিলনায়তনে রয়েছে ‘অঙ্গন থিয়েটার ইউনিটে’র নাটক ‘বদলি’। সন্ধ্যে ৬টায় মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করবে সঞ্চারী নৃত্যকলা একাডেমি ও নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।












