ফেনিতে চুকবল প্রশিক্ষণ কর্মসূচি ও প্রতিযোগিতার সমাপনী

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

ফেনি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফেনি জেলায় ৫দিনব্যাপী চুকবল প্রশিক্ষণ কর্মসূচি ও প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ফেনি ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও ফেনী জেলার ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য সাইফুল্লাহ্‌ মুনীর, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের ডেভেলাপমেন্ট কমিটির সদস্য সারওয়ার আলম চৌধুরী মনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কপিল মাহমুদ রিয়াজ, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য গিয়াসউদ্দিন হেলাল, ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য আবু সৈয়দ মাহমুদ, ক্রীড়া সংগঠক দীপক চন্দ্র নাথ, বাংলাদেশ জাতীয় চুকবল দলের খেলোয়াড় ও কোর্সটির প্রশিক্ষক আজিজুল হাকিম মুন্না এবং অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সিএসই বিভাগ চ্যাম্পিয়ন