সন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লিগের ফলাফল

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

সন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লিগে গতকালের খেলায় রফিক উল্ল্যাহ চৌধুরী টিম ইউনাইটেড জয়লাভ করেছে। রহমতপুর আর পি এল মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ২০ এবি এম সিদ্দিক টিম থিংকারস্‌্‌কে পরাজিত করে। বিজয়ী দলের অধিনায়ক মাকসুদ আলম মাসু ১টি দীপংকর ১টি গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রফিকউল্লাহ চৌধুরী টিম ইউনাইটেডের অধিনায়ক মাকসুদ আলম মাসু। তাকে ক্রেস্ট প্রদান করেন সন্দ্বীপ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন এবং আরাফাত হোসেন অপি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাব ও উত্তরা ক্লাবের প্রীতি ম্যাচ সম্পন্ন
পরবর্তী নিবন্ধফেনিতে চুকবল প্রশিক্ষণ কর্মসূচি ও প্রতিযোগিতার সমাপনী