ঢাকার উত্তরা ক্লাব ও চিটাগাং ক্লাব লিঃ এর মধ্যকার বিভিন্ন ইভেন্টে প্রীতি ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ক্লাব অডিটরিয়ামে সম্পন্ন হয়। এর মধ্যে বিভিন্ন প্রীতি ম্যাচে উভয় ক্লাবের সদস্যরা অংশ নেন। সকারে ২–০ গোলে, ক্রিকেটে ১৭ রানে এবং ব্যাডমিন্টনে উত্তরা ক্লাবকে ২–০ সেটে হারায় চিটাগাং ক্লাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। তিনি উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ ফয়সাল তাহেরের হাতে বিশেষ সম্মাননা স্মৃতি স্মারক তুলে দেন। অনুষ্ঠানে চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম, জাবেদ হাশেম (নান্নু), চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাছান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ (দিলু), মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার শাহবাজ মুন্তাসির চৌধুরী।












