জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে ড্যান পরীক্ষা ও সেমিনারে বাংলাদেশের কারাতেকা ডেভিড গোমেজ সাফল্য অর্জন করেছেন। সেখানে তিনি তৃতীয় ড্যান ব্ল্যাক বেল্ট এবং অফিসিয়াল লাইসেন্স অর্জন করেছেন। সিতোরিউ–শিকোকাই কারাতে–দো ইউনিয়ন জাপান আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানটি ওসাকা প্রিফেকচারের বিখ্যাত বোদোকান দোজোতে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা কারাতেকা ও প্রশিক্ষকরা অংশ নেন। বাংলাদেশের চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে ডেভিড গোমেজ তৃতীয় ড্যান পরীক্ষায় উত্তীর্ণ হন। একইসঙ্গে আরিয়ানা দেশনা রাজর্ষি গোমেজ ৪র্থ কিউ পরীক্ষায় সফলতা অর্জন করে।
পরীক্ষা ও সেমিনারটি পরিচালনা করেন ইউনিয়নের প্রেসিডেন্ট ও গ্র্যান্ড মাস্টার হ্যান্সি মাসাহিত ইয়াজু(১০ম ড্যান) এবং চেয়ারম্যান কিয়োশি হোমারে তাকেদা(৮ম ড্যান)। এছাড়াও উপস্থিত ছিলেন সেন্সি মেশানো হামামতো (৬ষ্ঠ ড্যান) সেন্সি তোমকি উড়াকাওয়া (৫ম ড্যান) এবং অন্যান্য সিনিয়র মাস্টারবৃন্দ। দীর্ঘ প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের পর সফল প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।












