ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলসের মশারী বিতরণ

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলসের উদ্যোগে গত ১৪ নভেম্বর চট্টেশ্বরী রোডের সন্নিকটস্থ গাজী শা বস্তি কলোনীতে মশারী বিতরণ করা হয়। মশারী বিতরণ কালে ক্লাব প্রেসিডেন্ট নাজনীন আরার সভাপতিত্বে বস্তিবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি মানসী তালুকদার। উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোকেয়া আকতার বারী, রোটারিয়ান মমতাজুন্নেসা সুমা, সদস্যা সুলতানা কবির নীলা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাফির ২৮তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধদাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে