ইংরেজী দৈনিক পিপলস ভিউ’র প্রকাশক, সম্পাদক ওসমান গণি মনসুরের পুত্র ইরফানুল গণি রাফির ২৮তম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ, শিক্ষক–শিক্ষার্থীদের পক্ষ থেকে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অধ্যক্ষ মোঃ হামিদ হোসাইপনা সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। শিক্ষক মোঃ হুমায়ূন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দিন, এজি আক্তার, রেহেনা আক্তার, শাহিন জান্নাত ডেইজি, শাফিনা কালাম, মারুফাতুল জান্নাত শিমুসহ প্রমুখ শিক্ষকবৃন্দ। সবশেষে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইহসান পারভেজের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত ও পরিবারবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












