হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণের চেক বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণের চেক বিতরণ গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সমপ্রসারণ প্রকল্পের আওতায় গঠিত ফতেপুরচিকনদন্ডী দুগ্ধ সমবায় সমিতি ও মির্জাপুরগুমানমর্দ্দন দুগ্ধ সমবায় সমিতির সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা। বিশেষ অতিথি ছিলেন দুগ্ধ সমবায়ের কার্যক্রম সমপ্রসারণ প্রকল্পের পরিচালক তোফায়েল আহম্মদ,জেলা সমবায় অফিসার মো.মোসলেহ উদ্দিন। উপজেলা সমবায় অফিসার মো. বখতেয়ার উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, মো. বোরহান উদ্দিন, মির্জাপুরগুমানমর্দ্দন দুগ্ধ সমবায় সমিতির সভাপতি সাজু আক্তার। অনুষ্ঠানে উপজেলার শতাধিক সুবিধাভোগীদের মাঝে ২ কোটি টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধছোটপুলে নাজিমুর রহমানের সমর্থনে গণমিছিল
পরবর্তী নিবন্ধকমিটি পুনর্গঠন ও নির্বাচনী পরিকল্পনায় জোর