এতিম শিশুদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার মধ্যেই সার্থকতা

তনজিমুল মোছলেমীন এতিমখানা পরিদর্শনে সমাজসেবা অতিরিক্ত পরিচালক

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) মোহাম্মদ শহীদুল ইসলাম ১৪ নভেম্বর বাদ মাগরিব চট্টগ্রাম হযরত শাহ আমানত দরগাহ সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানা পরিদর্শনে আসেন। এতিমখানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এতিমনিবাসী, পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, এতিম লালনপালন একটি মহৎ কাজ, যার দ্বারা দুনিয়াআখিরাত উভয় জাহানের কল্যাণ সাধন হয়।

সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) শহীদুল ইসলাম আরও বলেন, আমাদের সকলের ঈমানি ও নৈতিক দায়িত্ব হচ্ছে এ বিষয়ে সচেষ্ট হয়ে উভয় জগতের সফলতা অর্জন করা এবং এতিম লালনপালনের মতো বরকতপূর্ণ কর্ম হাত ছাড়া না করা। তিনি বলেন, এতিম শিশুদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার মধ্যেই তাদের সঠিক লালনপালনের সার্থকতা নিহিত আছে। তনজিমুল মোছলেমীন এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযীর সভাপতিত্বে এবং এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়১ এর সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক অধ্যাপক নইম কাদের ও এতিমখানার সহকারী শিক্ষক হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধখাজা গরীবে নেওয়াজের বদান্যতায় উপমহাদেশে ইসলাম ধর্মের সূচনা ঘটে
পরবর্তী নিবন্ধঅতিথি পাখিদের মনোনয়ন দিলে তৃণমূলে বিস্ফোরণ ঘটবে