খাজা গরীবে নেওয়াজের বদান্যতায় উপমহাদেশে ইসলাম ধর্মের সূচনা ঘটে

মাহফিলে অধ্যক্ষ ফরিদ উদ্দিন আল কাদেরী

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) রাসূলে পাক (.) নির্দেশে ইসলাম প্রচারের জন্য ভারতে আগমন করেন। তিনি জোরজবরদস্তি না করে নিজের নৈতিকতা, সেবা, এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়াত দেন। তাঁর বদান্যতায় উপমহাদেশে ইসলামের সূচনা ঘটে।

গত ১৫ নভেম্বর আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে পুরাতন টিএন্ডটি রোডস্থ খানকায়ে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া আলিয়ায় আল্লামা শাহসূফি মুহাম্মদ আজিজুল হক আল কাদেরীর (রহ) মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে মিলাদ মাহফিলে ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহ্‌ সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মাঃজিঃআঃ) সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় প্রধান অতিথি ছিলেন ভারত আজমীর শরীফ থেকে আগত খাজা গরীবে নেওয়াজের দরবার শরীফের খাদেম সৈয়্যদ কামাল উদ্দিন চিশতী, সৈয়্যদ মঈনুদ্দীন চিশতী, শাহজাদা সৈয়্যদ আলী ইয়াওর চিশতী। আলোচক হিসেবে ছিলেন মাওলানা ইয়াছিন আনসারী আল মাদানী, ছিপাতলী গাউছিয়া মূঈনিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মঈনুদ্দিন খাঁন মামুন আল কাদেরী, ছিপাতলী গাউছিয়া মূঈনিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফখরুদ্দীন চাঁদপুরী, মাওলানা আব্দুন নবী আজিজী, মাওলানা কামাল উদ্দিন কাদেরী, মাওলানা আব্দুন নবী আল কাদেরী, শাহজাদা মাওলানা গোলাম মঈনুদ্দীন আল কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধএতিম শিশুদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার মধ্যেই সার্থকতা