আনোয়ারায় দৈনিক আজাদীর সাবেক প্রতিনিধি, আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আহছানুল হুদার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০০৮ সালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা পেশাজীবী পরিষদের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরানখানি, মিলাদ, মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পন, জেয়ারত। আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় কালাবিবির দীঘি মোড়ে মমতাজ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল ও স্মরণসভা। এতে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থাকবেন।











