বান্দরবানের থানচি নাফাখুম জলপ্রপাতে নিখোঁজের দুদিন পর পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. ইকবাল হোসেন (২৪)। গতকাল রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পাথরে আটকা থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার দুর্গম নাফাখুম জলপ্রপাত ভ্রমণে যান ঢাকার ডেমরা এলাকা থেকে আসা ১১ জনের একটি টিম। গত শুক্রবার বিকেলে সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতের পানিতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হন মো. ইকবাল হোসেন। থানচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরুণ বড়ুয়া বলেন, নাফাখুম জলপ্রপাত পাথুরে ও তীব্র স্রোতপূর্ণ এলাকা। অভিজ্ঞ গাইড ছাড়া সেখানে ভ্রমণ, ছবি তোলা বা গোসল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পর্যটকদের গাইড ছাড়া না যাওয়ার জন্য আমরা বারবার আহ্বান জানাই।
ডুবুরি দলের প্রধান রহিদুল ইসলাম বলেন, গভীর গুহার ভেতরে মরদেহ আটকে ছিল। তিনজন ডুবুরি অক্সিজেন নিয়ে পর্যায়ক্রমে কাজ করে আট ঘণ্টার চেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।
থানচি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার জানান, পুলিশের ছয় সদস্য লাশটি ঘটনাস্থলে থেকে থানচি থানায় নিয়ে আসেন। থানচি থেকে নাফাখুম পর্যন্ত যাতায়াতে প্রায় ১০ ঘণ্টা পায়ে হাঁটার প্রয়োজন হয়। মরদেহটি সোমবার (আজ) সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।












