নগরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশের মতো চট্টগ্রামেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সন্ত্রাস এবং নাশকতা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করছে। নগরবাসীকে আশ্বস্ত করে তাদেরকে প্রতিদিনের মতো স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পুলিশ সদস্যরা যেকোনো ধরনের পরিস্থিতি সাহসের সাথে মোকাবিলা করার জন্য নগরজুড়ে প্রস্তুত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রায় ঘোষণার ধার্য করা দিন আজ ১৭ নভেম্বর সামনে রেখে গত ১৬ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরজুড়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানানো হয় নগর পুলিশের পক্ষ থেকে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ আজাদীকে বলেন, যেকোনো ধরনের সন্ত্রাস এবং নাশকতা মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করবে। নাশকতাকারী সন্ত্রাসীদের মোকাবেলা করার সক্ষমতা পুলিশের রয়েছে। তিনি নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, ভয় পাওয়ার কিছু নেই। পুলিশ আপনাদের পাশে আছে। পুলিশ সদস্যদের যেকোনো ধরনের পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় এলে নগর সরকার গঠনের প্রস্তাব
পরবর্তী নিবন্ধহাসিনার রায় ঘোষণা নিয়ে ফের নৈরাজ্য সৃষ্টির জন্য পাঁয়তারা চলছে : ফখরুল